প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৩:০৫ এ.এম
রানীশংকৈলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: হামিম রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা ইউনিটের অন্তর্গত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রানীশংকৈল উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৫-২০২৬ সেশনের অনুমোদিত কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুলাই ২০২৫, শুক্রবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সম্মানিত উপজেলা যুব দলনেতা মোহাম্মদ নাজমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নবীন সদস্যদের পরিচিতির পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সদস্যদের স্বেচ্ছাসেবী মনোভাব ও মানবিক কার্যক্রমে উৎসাহিত করতে আলোচনা পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলার ছাত্র প্রতিনিধি মোঃ তারেক মাহমুদ এবং ঠাকুরগাঁও জেলা ইউনিটের সাবেক যুব প্রধান মোঃ মোকাররম হোসেন সাদ্দাম । সভাটি সঞ্চালনা করেন রানীশংকৈল উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষণ ও সহ-পাঠক্রম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আসিফ ইকবাল। আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আশাব্যঞ্জক। সভায় আগত সবাই ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin