প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৭:৫৯ এ.এম
জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যপক প্রস্তুতি

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
জামাতের সমাবেশ উপলক্ষে রাজশাহীতে ব্যপক প্রস্তুতি ।
ঢাকায় শনিবারের সমাবেশে অংশ নিতে নেতা-কর্মীদের আনা-নেওয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে এসব ট্রেন একবার করে চলাচল করবে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জামায়াতের আবেদনের প্রেক্ষিতে পৃথক চিঠিতে এ অনুমোদন দেন। এতে বলা হয়, রাজশাহী মহানগর জামায়াতের আবেদনে রাজশাহী থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১টায় বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সকাল ৬টায় পৌঁছাবে।রাজশাহী ট্যুর গাইড
সমাবেশ শেষে ১৯ জুলাই রাত ৮টায় ঢাকায় থেকে ফিরতি যাত্রা শুরু করবে এবং রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি করবে। ট্রেনটি মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে চলবে।
সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। ফিরতি ট্রেন রাতে ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছাড়বে এবং ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌঁছাবে। ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন চলবে।
জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য বাবদ প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা রেলওয়েকে পরিশোধ করা হয়েছে। রাজশাহী থেকে ১৪ বগির পুরো ট্রেনটিই জামায়াত নেতা-কর্মীদের জন্য বরাদ্দ ।
রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতা-কর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকেও ৭-১০টি করে বাস ঢাকায় যাবে। ইতোমধ্যে অনেকে ঢাকায় রওনা হয়েছেন।
উল্লেখ্য, মধুমতি এক্সপ্রেসের নিয়মিত শনিবারের ছুটি থাকলেও বিশেষ এ ট্রিপের জন্য তা বাতিল করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin