আলী আহসান রবি: ১৯ জুলাই, ২০২৫, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার ও আমানগন্ডা সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
অদ্য ১৯ জুলাই ২০২৫ তারিখে বিজিবি'র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবেরবাজার ও আমানগন্ডা বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-২১ লক্ষ ২০ হাজার ৩২০ টাকা।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স' নীতি বাস্তবায়ন এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির এধরনের আভিযানিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin