
আলী আহসান রবি: ২০ জুলাই, ২০২৫, আজ সকাল ১১:৩০ মিনিটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে “২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন।
সভায় মাননীয় উপদেষ্টা মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। তিনি চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে এবং অনুমোদিত বাজেটের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা বলেন, “আমাদের অবকাঠামোগত উন্নয়ন হতে হবে টেকসই এবং ফলপ্রসূ, যাতে জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে পায়।”
সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন প্রকল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়ন প্রকল্পসমূহে অধিকতর গতিশীলতা ও সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।