ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১টি বিদেশী পিস্তলসহ একজন আটক Logo সমন্বিত ই-টিকিটিং ও ‘Rapid pass’ সম্প্রসারণ কর্মসূচি Logo মাদরাসা রেজিস্ট্যান্স ডে – ২০২৫ পালিত হবে ২১ জুলাই যাত্রাবাড়ীতে Logo শ্বেত পত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে……. শিক্ষা উপদেষ্টার Logo NBR ও BAERA এর মধ্য BSW সিস্টেম ব্যবহারের বিষয়ে Memorandum of Understanding (MoU) স্বাক্ষর Logo পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়—– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ   Logo জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে——স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) Logo প্রধান উপদেষ্টা দপ্তরের বিবৃতি Logo টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি।—- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়—– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: বান্দরবান, ২০ জুলাই ২০২৫, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় গুণগত শিক্ষা, আর্থ-সামাজিক এবং টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, পার্বত্য জেলার মধ্যে বান্দরবান অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

আজ রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসুতি মহিলা ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অনুদান বিতরণ করা হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এ সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অত্যন্ত আন্তরিক আছে। তিনি বলেন, সরকারের কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে যত বরাদ্দ প্রয়োজন, আমরা তা নিয়ে আসব; তবে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা। তিনি আরও বলেন, প্রান্তিক জনগণের কল্যাণে বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে বাস্তবভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তিনি এ উন্নয়ন কর্মকাণ্ডকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে অভিহিত করেন।

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রমে পার্বত্য এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগণ আগের চেয়ে অনেক বেশি উপকৃত হচ্ছেন”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা।

পরে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের ৪৮২ জন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন, যার মধ্যে ছিল ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নগদ অনুদান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১টি বিদেশী পিস্তলসহ একজন আটক

পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়—– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আপডেট সময় ০৬:২০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

আলী আহসান রবি: বান্দরবান, ২০ জুলাই ২০২৫, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় গুণগত শিক্ষা, আর্থ-সামাজিক এবং টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, পার্বত্য জেলার মধ্যে বান্দরবান অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

আজ রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসুতি মহিলা ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অনুদান বিতরণ করা হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এ সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অত্যন্ত আন্তরিক আছে। তিনি বলেন, সরকারের কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে যত বরাদ্দ প্রয়োজন, আমরা তা নিয়ে আসব; তবে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা। তিনি আরও বলেন, প্রান্তিক জনগণের কল্যাণে বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে বাস্তবভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তিনি এ উন্নয়ন কর্মকাণ্ডকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে অভিহিত করেন।

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রমে পার্বত্য এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগণ আগের চেয়ে অনেক বেশি উপকৃত হচ্ছেন”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা।

পরে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের ৪৮২ জন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন, যার মধ্যে ছিল ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নগদ অনুদান।