আলী আহসান রবি : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মো. আইনাল হক (৪৮) ২। মোঃ আরিফুল ইসলাম (৪৩) ৩। ইমন হোসেন (২৫) ৪। সাকিবুল ইসলাম সুমন (২৬) ৫। মো. আলাল মিয়া (৩০) ৬। মো. শিমুল (২২) ৭। মো. শাকিল হোসেন নোমান (২৭) ৮। মো. তাওফিকুর রহমান (২৫) ৯। মো. রনি হায়দার মোল্লা (২৩) ১০। মোঃ তুরান ইসলাম (২২) ১১। স্বপন মিয়া (২৮) ১২। মোঃ কাউসার (২৭) ১৩। মোঃ সোহেল হোসেন জুয়েল (২৮) ১৪। মোঃ আলী হোসেন (৪৫) ১৫। মোঃ শানু মিয়া (৪৫) ১৬। মোঃ সুমন মিয়া (২০) ও ১৭। মোঃ মিজু আহম্মেদ (২৬)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এসময় তাদের হেফাজত হতে তিন পিস ইয়াবা ট্যাবলেট, দুই পুরিয়া হেরোইন, ১৫ পুরিয়া গাঁজা ও তিন বোতল HUNTER BEER উদ্ধার করা হয়।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin