নিউজ ডেস্ক: ফেসবুকে নকল ও মৌলিক নয় (আনঅরিজিনাল) এমন কনটেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তারই অংশ হিসেবে প্ল্যাটফর্মটির জনপ্রিয় নির্মাতাদের (ক্রিয়েটর) নকল করে তৈরি, ছদ্মবেশী ১০ লাখ ভুয়া প্রোফাইল ইতোমধ্যেই সরিয়ে নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। ফেসবুক ফিডে নকল কনটেন্টের প্রচার রুখতে এমন বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গত সোমবার (১৪ জুলাই) প্রকাশিত এক ব্লগ পোস্টে জানিয়েছে মেটা। অন্যের কনটেন্ট নিজের নামে চালানো, মৌলিক কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশে (ইমপারসোনেটিং) তৈরি প্রোফাইল এবং কনটেন্ট চুরির মতো বিষয়গুলো সাম্প্রতিক সময়ে নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফেসবুক ফিডে। এগুলো বন্ধ করতে এবার কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin