প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৫:১৫ পি.এম
সুনামগঞ্জের মধ্যনগরে মুমূর্ষু পরিচয়হীন ব্যক্তি উদ্ধার, পরিবারের সন্ধান ও উন্নত চিকিৎসার আহ্বান।

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজার এলাকায় রাস্তার পাশে এক মুমূর্ষু ও পরিচয়হীন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেদক নিজেও ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলে দেখেছেন যে তিনি নিজের পরিচয় দিতে পারছেন না এবং পরিস্থিতি বোঝার ক্ষমতাও সীমিত।
স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মহিষখলা বাজারের হাই স্কুল রোড এলাকায় পথচারীরা ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয় যুবক সাফায়েত হোসেন রাজু ও আরও কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
উদ্ধারকৃত ব্যক্তি বর্তমানে সাফায়েত হোসেন রাজুর তত্ত্বাবধানে রয়েছেন। রাজু জানিয়েছেন, প্রথমে তাকে নিকটস্থ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে তার পায়ে বড় ধরনের সংক্রমণ (ইনফেকশন) রয়েছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। সাফায়েত হোসেন রাজু জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।
এলাকাবাসী ও উদ্ধারকারীর পক্ষ থেকে মানবিক আহ্বান জানানো হয়েছে—যদি কেউ ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তবে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অথবা সরাসরি সাফায়েত হোসেন রাজুর সঙ্গে যোগাযোগ করার জন্য।

যোগাযোগ: সাফায়েত হোসেন রাজু — ০১৯৭৯৯৬১২৭৩
এ বিষয়ে উপজেলা প্রশাসন, ইউএনও উজ্জ্বল রায় এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রোগীকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রশাসন ও সমাজসেবামূলক সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে পরিচয়হীন ব্যক্তির পরিচয় শনাক্তকরণ, উন্নত চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় দ্রুত নিশ্চিত করা যায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin