মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৮২ গ্রামের সমন্বয়ে গঠিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় সংগঠন শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম পরিচালনা কমিটি নতুন নেতৃত্ব পেয়েছে।
২৫ জুলাই শুক্রবার দুপুরে আশ্রম প্রাঙ্গণে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী এক আলোচনাসভায় এ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আশ্রমের সাবেক সভাপতি রমাপদ চক্রবর্তী। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, আশ্রমের পুরাতন কমিটির নেতৃবৃন্দ এবং ৮২ গ্রামের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক ভক্ত।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী ররুণ কান্তি সরকার, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শম্ভু রায়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মধ্যনগরের এই ঐতিহ্যবাহী আশ্রমটি হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে আশ্রমের উদ্যোগে ৪০ প্রহরব্যাপী নাম সংকীর্তন, রথযাত্রা এবং নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আগামী ১৫ দিনের মধ্যে পুরোনো কমিটির কাছ থেকে হিসাব বুঝে নিয়ে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে বলেও তারা জানান।
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে উপস্থিত ভক্তরা আশ্রম পরিচালনায় ঐক্য, স্বচ্ছতা ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin