প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৬:২৬ পি.এম
রাণীশংকৈলে সাপের দংশনে যুবকের মৃত্যু

মো: হামিম রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের দংশনে মোকসেদ আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট এলাকায় এ ঘটনা ঘটে। মোকসেদ আলী ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ধানক্ষেত দেখতে যান মোকসেদ আলী। এ সময় জমির আইলের মধ্যে লুকিয়ে থাকা একটি অজ্ঞাত বিষাক্ত সাপ তাকে দংশন করে। সাপে কাটা অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin