প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৬:২৯ পি.এম
আত্রাইয়ে ব্রিজের বিকল্প রাস্তা পানিতে তলিয়ে জনদুর্ভোগ চরমে

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দুই মাসেও শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অপরিকল্পিত ভাবে বিকল্প রাস্তা তৈরি করায় তা পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন এলাকার হাজার হাজার মানুষ নৌকার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
এদিকে চলতি বর্ষা মৌসুমের আগে ব্রিজের কাজ শেষ করার কথা থাকলেও কাজে ধীর গতি হওয়ায় এবারও বিকল্প রাস্তার সাঁকোটি পানির নিচে তলিয়ে যায়। এখন ওই এলাকার হাজার হাজার মানুষের নৌকা নির্ভরশীল হতে হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে ওই খালে নৌকা পারপার ফ্রি হওয়ার কথা থাকলেও একটি মহল টাকা ছাড়া যাত্রী পারাপার করছেন না।
তারা সম্পূর্ণ অনুনমোদিত ভাবে জোর পূর্বক যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ নিয়ে বর্ষা মৌসুমের শুরুর দিকে সেখানে জটিলতা সৃষ্টি হলে স্থানীয় প্রভাবশালী মহল ফ্রি নৌকা পারাপারের কথা বললেও কার্যক্ষেত্রে তা মানা হচ্ছে না। মাত্র ৫০ মিটার পানি পারাপারে ৫ থেকে ১০ টাকা করে আদায় করা হচ্ছে।
তারাটিয়া গ্রামের ডিএস জাহিদ বলেন, এ রাস্তা দিয়ে আমাদের এলাকার ৬/৭ গ্রামের লোকজন চলাচল করে থাকেন। সেই সাথে স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরাও এ রাস্তা দিয়ে চলচল করে। বর্ষা মৌসুমে বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পারাপার করতে হচ্ছে। দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ করলে আমরা অনেক উপকৃত হবো।
আত্রাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, এ ব্রিজের দরপত্র আহবান থেকে শুরু করে কার্যাদেশ সংক্রান্ত যাবতীয় বিষয় নওগাঁ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হতে পরিচালিত। আমরা শুধু দেখাশুনার দায়িত্বে রয়েছি। তবে যতদ্রুত সম্ভব ব্রিজের নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin