জেলা গোয়েন্দা শাখা (ডিবি),যশোর রাত্র ০৩.৪৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন খাজুরা টু বারোবাজার গামী পাকা রাস্তার লাউখালী কাদারভাগাড় কাঁচা রাস্তার মুখে ডাকাতির প্রস্তুত গ্রহণ করতঃ ডাকাতি সংঘটন করার উদ্দেশ্যে একত্রিত হওয়া সংঘবদ্ধ ডাকাত চক্রকে চ্যালেঞ্জ করেন। এ সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের FOTON মিনি ট্রাক সহ ০২টি ধারালো লোহার তৈরী গাছি দা, ০১টি হলুদ-কালো রংয়ের কাটার, ০১টি স্টীলের পাইপ, ০১টি লোহার রড, ০৬টি ফিতার তৈরী রশি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালাইয়া যায়। এ-সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
জেলা গোয়েন্দা শাখা, যশোর একটি চৌকস টিম উল্লেখিত ডাকাতির প্রস্তুতিগ্রহণকারী সংঘবদ্ধ ডাকাত চক্রকে সনাক্ত সহ গ্রেফতারের লক্ষ্যে নিরলস চেষ্টা করতে থাকে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে সংঘবদ্ধ ডাকাত চক্রকে সনাক্ত করেন। এরই প্রেক্ষিতে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন, এসআই(নিঃ)/ বাবলা দাস, এএসআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ সংগীয় অফিসার ফোর্স সহ গত ২৫/০৭/২০২৫খ্রিঃ তারিখ রাত্র ০৩.৩০ ঘটিকায় আসামী ১। মোঃ শাহিন বিশ্বাস(৩২)কে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মহেন্দ্রপুর গ্রামস্থ আসামীর বসতবাড়ি হইতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক পলাতক আসামী ২। মোঃ হামিদুল ইসলাম(২৯)কে ২৫/০৭/২০২৫খ্রিঃ তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজাশন পালোয়ান পাড়া সাকিনস্থ জনৈক মোঃ আলমগীর হোসেন এর ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক মামলার ঘটনার সাথে জড়িত আসামী ৩। মোঃ আবুল কালাম(২৪)কে বেলা ১১.৩০ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজাশন মধ্যপাড়া সাকিনস্থ জনৈক মোঃ নুরুল হক এর ভাড়াবাসা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পৃথক পৃথক জিজ্ঞাসাবাদে তারা অত্র মামলার ঘটনার তারিখে ঘটনাস্থলে ডাকাতি সংঘটনের প্রস্তুতি গ্রহণ করতঃ উক্তস্থানে অবস্থান করিতেছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ-
১। মোঃ শাহিন বিশ্বাস(৩২), পিতা-মোঃ আলাউদ্দিন বিশ্বাস, মাতা-জোসনা বেগম, সাং-মহেন্দ্রপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ি,
২। মোঃ হামিদুল ইসলাম(২৯), পিতা-জরু @ ঝড়ু বিশ্বাস, মাতা-হালিমা বেগম, সাং-মহেন্দ্রপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ি।
৩। মোঃ আবুল কালাম(২৪), পিতা-মোকসেদ মন্ডল, মাতা-রুশিয়া বেগম, সাং-দখলপুর দক্ষিনপাড়া, থানা-হরিনাকুন্ড, জেলা-ঝিনাইদহ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin