স্টাফ রিপোর্টার:
আজ ২৬ জুলাই ২০২৫ তারিখ বিকালে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দে সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এবং খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম।
প্রধান অতিথি মাননীয় নির্বাচন কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে খুলনা বিভাগীয় প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, খুলনা
সভায় অন্যান্যদের মধ্যে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin