আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) পুলিশ লাইনস্ ভেন্যুতে জেলা পুলিশ জামালপুর কর্তৃক আয়োজিত “পুলিশ সুপার ইনডোর গেমস্-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গেমস্-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন_“শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার বিকল্প নেই। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে খেলাধুলা আমাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
পরে, পুলিশ সুপার যানবাহন বা পরিবহন শাখায় দায়িত্বে নিয়োজিত উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক বিশেষ ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং-এ তিনি শৃঙ্খলা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন—“আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজ নিজ কর্মস্থল ও দায়িত্ব পালনকারী পরিবেশ পরিচ্ছন্ন রাখা। গাড়ি, ইউনিফর্ম এবং অফিস রুম যেন সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে। একটি সুন্দর পরিবেশ আমাদের চিন্তা ও কাজের গতিকে ইতিবাচক করে। সকলের আন্তরিকতা, সদয় মনোভাব এবং সহকর্মীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ পুলিশের সামগ্রিক মান উন্নয়নে সহায়ক হবে।”
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ইনডোর গেমস্-২০২৫ এর আওতায় ক্যারম,দাবা ইত্যাদি খেলার আয়োজন করা হয়েছে, যেখানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin