স্টাফ রিপোর্টার:
আজ বার্ষিক প্যারেড পরিদর্শন ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর পুলিশ লাইন্স নীলফামারীতে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, পুলিশ সুপার নীলফামারী।
পরবর্তীতে রেঞ্জ ডিআইজি নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি সুশৃংখলভাবে প্যারেড সম্পন্ন করায় প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান এবং পুরস্কার প্রদান করেন।
এসময় রেঞ্জ ডিআইজি সঙ্গে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খান।
প্যারেড কমান্ডার হিসেবে উক্ত বার্ষিক পরিদর্শন প্যারেড পরিচালনা করেন জনাব মোঃ ফারুক আহমেদ ( পিপিএম) সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী।
প্যারেড পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি মোটরযান শাখা, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর পরিদর্শন করেন।
এরপর রেঞ্জ ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী জেলার অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। তিনি কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। অতঃপর সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বিশেষ কল্যাণ সভা সমাপ্ত করেন।
বিশেষ কল্যান সভা শেষে রেঞ্জ ডিআইজি রিজার্ভ অফিস নীলফামারী বার্ষিক পরিদর্শন করেন।
রিজার্ভ অফিস পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয় নীলফামারী কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সভা শেষে ডিএসবি নীলফামারী বার্ষিক পরিদর্শন করেন ও পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin