আলী আহসান রবি: ২৬ জুলাই২০২৫, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মাননীয় মিঃ ইয়াও ওয়েন, চীনের জরুরি চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাননীয় মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর এবং বাংলাদেশের জাতীয় বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে ২০০০ টিরও বেশি প্রয়োজনীয় ওষুধ এবং অস্ত্রোপচারের সরঞ্জাম, যা ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তর এবং চীনের উহান তৃতীয় হাসপাতাল সরবরাহ করেছে। বিমান দুর্ঘটনায় আহতদের উদ্ধারে চীন সরকার কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত জরুরি চিকিৎসা সহায়তার অংশ হিসেবে এই সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের চাহিদার ভিত্তিতে চীন তার সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin