আলী আহসান রবি: ২৭ জুলাই, ২০২৫, যেকোনো খেলায় সরকারি আধা সরকারি বা বেসরকারি দীর্ঘমেয়াদি টিম করা সেই খেলার খেলোয়াড়দের আর্থিক সঙ্গতি বাড়ায় ও নির্ভাবনায় খেলার উৎসাহ যোগায় । তাই টেবিল টেনিস খেলোয়াড়দের আশা জাগিয়ে, বাংলাদেশ জেল টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দীর্ঘমেয়াদি দল বানাতে যাচ্ছে । বাংলাদেশ জেল দলকে টেবিল টেনিস নিয়ে আসার পিছনে সর্বোচ্চ অবদান যার, তিনি হচ্ছেন কারা মহাপরিদর্শক, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন ।
যিনি ছিলেন বিকেএসপির প্রাক্তন মহা পরিচালক । তিনি বলেন : বিগত বছরগুলোতে দেখছি, যেমন মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদক জয়, কমনওয়েলথ গেমস এর মত একটি খেলায় কোয়ার্টার ফাইনালে উন্নীত, এমনকি সর্বশেষ আমি যখন বিকেএসপিতে ছিলাম, তখন দেখেছি আবারও এরা সাউথ এশিয়ান থেকে এশিয়ানে কোয়ালিফাই করেছে, এই ধারাবাহিকতা দেখে আমাদের মনে হয়েছে এই খেলাটা বাংলাদেশকে আন্তর্জাতিক সাফল্য এনে দিচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু এই টেবিল টেনিস থেকে আশা করা যায় । তাই আমরা টেবিল টেনিসের ভালো কিছু হওয়ার সঙ্গী হতে চাচ্ছি । আমরা দল গঠনের ক্ষেত্রে জুনিয়রদেরকে প্রাধান্য দিয়েছি যারা বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং বিগত সাউথ এশিয়ান জুনিয়র এর স্বর্ণপদক জয়ী । যাতে তারা বহুদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির ডাইরেক্টর ট্রেনিং কর্নেল হাসান । তিনি বলেন, বিকেএসপির দায়িত্ব হচ্ছে বয়স ভিত্তিক খেলোয়াড় তৈরি করে, জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করা । আজকে বাংলাদেশ জেল দলে টেবিল টেনিস খেলোয়াড় অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত ।
বাংলাদেশ জেলের পুরুষ দলে থাকছেন : সাউথ এশিয়ান জুনিয়র স্বর্ণপদকজয়ী দলের সদস্য, বর্তমান জাতীয় জুনিয়র র্যাংকিং নাম্বার এক ও দুই যথাক্রমে : নাফিজ ইকবাল ও আবুল হাসান হাসিব
এছাড়া তৃতীয় খেলোয়াড় হিসেবে থাকছেন সাউথ এশিয়ান জুনিয়র এ ব্রোঞ্জ জয়ী দলের সদস্য মোঃ সাগর ।
মেয়েদের মধ্যে থাকছেন, সাউথ এশিয়ান জুনিয়ারে ব্রোঞ্চ জয়ী দলের সদস্যা আসমা খাতুন লতা ও নবাগত বুলবুলি ও রাফিয়া ।
কোচ হিসাবে থাকছেন । সর্বশেষ সাউথ এশিয়ান এ রৌপ্য জয়ী দলের কোচ মোঃ আশিকুর রহমান পলাশ ।
জেল দলের এক নম্বর খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ জুনিয়র র্যাংকিং নাম্বার ওয়ান নাফিজ ইকবাল বলেন : আজকে আমাদের অনেক ভালো লাগছে যে একটি অফিস দল আমাদের টেবিল টেনিসে আসছে এবং আমি সেই দলে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি । এই ক্ষেত্রে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের বিকেএসপির প্রাক্তন ডিজি ও বর্তমানে কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের স্যারকে এবং আমাদের টেবিল টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট খোন্দকার হাসান মুনির সুমন স্যারকে । ওনাদের অক্লান্ত পরিশ্রমে এই দলটা গঠিত হয়েছে ।
জেল দলের দ্বিতীয় খেলোয়াড় ও সাউথ এশিয়ান জুনিয়র এর স্বর্ণজয়ী দলের সদস্য ও বর্তমান বাংলাদেশ জুনিয়র র্যাংকিং নাম্বার দুই আবুল হাসান হাসিব বলেন :
আর্মি টিমে খেলোয়াড় গুলা ঢুকে যাওয়ার পরে, মন খারাপ হয়ে গিয়েছিল, যে, আমরা মনে হয় টিম পাবো না : কিন্তু আজ ভালো লাগছে যে, জেল টিম হচ্ছে এবং আমরা খেলতে পারছি ।
বাংলাদেশ জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী বলেন, টেবিল টেনিস খেলায় একটি অফিস দল আসা আমাদের জন্য অনেক বড় ব্যাপার । কারণ একটা অফিস দল আসার অর্থ কমপক্ষে ছয় থেকে সাতটা প্লেয়ারের আর্থিক স্বচ্ছলতা ও নির্ভাবনায় খেলার অঙ্গীকার ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin