আলী আহসান রবি: ঢাকা, ২৮ জুলাই, ২০২৫, সৌদি আরব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ২৭-৩০ অক্টোবর, ২০২৫ তারিখে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII9) এর নবম সংস্করণে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ থেকে কোনও সরকারপ্রধানকে বার্ষিক এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান, যেখানে তিনি সক্রিয়ভাবে যোগদানের কথা বিবেচনা করবেন বলে জানান।
প্রধান উপদেষ্টা বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি নির্দিষ্ট তারিখে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করার জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin