আজ কর্ণফুলী থানার এসআই(নিঃ) মাহিন সরওয়ার এর নেতৃত্বে একটি চৌকশ টিম ইং ২৭/০৭/২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০১। আজিজুর রহমান(১৯), পিতা-মৃত মোজাহের আহাম্মেদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-গোদার পাড়া, ০২নং ওয়ার্ড, ০৩নং শিকলবাহা ইউপি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ০২। আকিব হাছান প্রকাশ রাকিব(১৯), পিতা-জাগির আহমেদ, মাতা-সামছুন্নাহার, সাং-বকতিয়ার পাড়া, বসির হাজীর বাড়ী, ০১নং ওয়ার্ড, শিকলবাহা ইউপি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ মহিন(১৮), পিতা-মোঃ ওয়াসিম, মাতা-আনোয়ারা বেগম, সাং-বখতিয়ার পাড়া, বসীর হাজির বাড়ী, ০১নং ওয়ার্ড, শিকলবাহা ইউপি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ লিয়াকত আলী(২৬), পিতা-মৃত সামছুল আলম, মাতা-যোছনাহার বেগম, সাং-পূরবিল, পেশকার বাড়ী, বকুল হাজীর মসজিদের পাশে, ০৩নং ওয়ার্ড, শিকলবাহা ইউপি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন । তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করেন। আসামীদের কর্ণফুলী থানার মামলা নং-২৭, তারিখ-২৮/০৭/২০২৫খ্রিঃ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin