শারীরিক সুস্থতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে একটি জিম সেন্টার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাতে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “কথায় আছে- সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে। পুলিশ সদস্যদের দিনরাত লম্বা সময় ডিউটি করতে হয়। সেজন্য পুলিশ সদস্য হিসেবে আমাদের শারীরিকভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। আমার বিশ্বাস, আমাদের পুলিশ সদস্যদের ফিটনেস উন্নয়নে এই জিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “নিয়মিত শরীরচর্চার মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল যেমন বাড়বে, তেমনি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, এ উদ্যোগ জেলা পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে বাহিনীর সদস্যরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থেকে দায়িত্ব পালন করতে পারেন।
পুলিশ লাইন্স হাসপাতালের নিচতলায় স্থাপিত এই জিম সেন্টারে নারী ও পুরুষ—উভয় পুলিশ সদস্যদের জন্যই শরীরচর্চার সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুলিশ সদস্যরা এখানে শরীরচর্চা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin