আলী আহসান রবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
আজ বুধবার ( ৩০ জুলাই ২০২৫ খ্রি.) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের সহকারী কমিশনারের নেতৃত্বে একটি অভিযানে কুখ্যাত কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ নিশাত (২২) ও ২। মোহাম্মদ রাসেল (২৩) পেস্টিং রাসেল ।
ডিবি তেজগাঁও সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নিশাতের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইন ০২ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে দস্যুতা এবং ডিএমপি এ্যাক্ট সহ ০৩ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin