আলী আহসান রবি: ৩১ জুলাই ২০২৫ খ্রি., দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,২৯,৭০,৭২০(তিন কোটি ঊনত্রিশ লক্ষ সত্তর হাজার সাতশত বিশ) মিটার অবৈধ জাল, ৩,৭০২ (তিন হাজার সাতশত দুই) কেজি মাছ, ৩,০০০ (তিন হাজার) পিস বাগদা রেণু পোনা, ৬০০ (ছয়শত) পিস গলদা রেণু পোনা, ৩৬০ (তিনশত ষাট) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৬৩৪ (ছয়শত চৌত্রিশ)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৩ (তিরানব্বই)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৮ (আট)টি ড্রেজার জব্দ করা হয়।
০৭ (সাত) দিনব্যাপী এই অভিযানে ২৩২(দুইশত বত্রিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ১৯(ঊনিশ)টি মৎস্য আইন, ১৫ (পনেরো)টি বেপরোয়া গতি, ৮(আট)টি অপমৃত্যু, ৩(তিন)টি মাদক এবং ১(এক)টি হত্যা মামলাসহ মোট ৪৬ (ছেচল্লিশ)টি মামলা দায়ের করা হয় এবং ১৬(ষোলো)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin