প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১০:৪৫ এ.এম
গাছের চারা উপহার দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ এডুকেশন কেয়ার পয়েন্টের

মো: হামিম রানা (ঠাকুরগাঁও)
রাণীশংকৈলের স্বনামধন্য কোচিং সেন্টার "এডুকেশন কেয়ার পয়েন্ট" শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সাপ্তাহিক পরীক্ষার পুরস্কার হিসেবে এবার গাছের চারা উপহার দিয়েছে শিক্ষার্থীদের।
প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রভাষক মোঃ ওমর ফারুক স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৩১ জুলাই) এ উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। তিনি জানান, “শুধু পড়ালেখা নয়, একজন শিক্ষার্থীর সামাজিক ও পরিবেশ সচেতন হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
২০১১ সালে প্রভাষক মোঃ ওমর ফারুকের উদ্যোগে প্রতিষ্ঠিত এডুকেশন কেয়ার পয়েন্ট দীর্ঘ এক যুগ ধরে এইচএসসি একাডেমিক ও প্রস্তুতি ব্যাচের শিক্ষার্থীদের গাইডলাইন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সফলতা এনে দিচ্ছে। আধুনিক পদ্ধতিতে পাঠদানের কৌশল এবং অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করছে।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ ও ২০২৪ সালে মোঃ ওমর ফারুক স্যার "শ্রেষ্ঠ প্রভাষক" হিসেবে নির্বাচিত হন, যা তার নিষ্ঠা ও দক্ষতার একটি স্বীকৃতি। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও প্রতিষ্ঠানটির পাঠদানে সন্তুষ্টি প্রকাশ করে থাকেন।
এডুকেশন কেয়ার পয়েন্ট অবস্থিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রানীশংকৈল ডিগ্রি কলেজের পিছনে (পশ্চিম)।
যোগাযোগ: ০১৭২৩১০০৩১৫
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin