জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ) মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ইং ৩১/০৭/২০২৫ খ্রিঃ তারিখে ২০:৫০ ঘটিকায় ঝিকরগাছা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজার মেইন রোডে রাজা পট্টি মেইন রাস্তা সংলগ্ন ভিশন ইলেকট্রনিক্স প্রোপাইটার সাবির ইলেকট্রনিক্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো: মহিনুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করেন। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ২১.১৫ ঘটিকায় ধৃত আসামির দেহ তল্লাশি কালে আসামির নিজ হাতে বের করে দেওয়া নীল রঙের ২ টি পলিথিনে রক্ষিত সর্বমোট ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বমোট ০৬ (ছয়) টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
গ্রেফতার কৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
মো: মহিনুর রহমান (৫৫)
পিতাঃ- মৃত শাহজাহান সর্দার মাতাঃ- রেবেকা বেগম স্থায়ী সাংঃ- গোড়পাড়া (সরদারপাড়া) থানাঃ- শার্শা
জেলাঃ- যশোর
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin