মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মধ্যনগর থানার পুলিশের পরিকল্পিত ও বিশেষ অভিযানে একসাথে তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করা হয়েছে। ২ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামে এই অভিযান চালানো হয়।
থানা সূত্রে জানা গেছে, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ ইউছুব আলী, এসআই নাজমুল ইসলাম এবং এএসআই স্বপন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
আটককৃত আসামিরা হলেন—
১. আবুল হাসেম (৪২), পিতা: তাজুল ইসলাম,
২. আব্দুল সালাম (৩৫), পিতা: তাজুল ইসলাম,
৩. মোঃ মুজিবুর রহমান (৩৬), পিতা: মোঃ বদরুল ইসলাম।
তিনজনেরই স্থায়ী ঠিকানা: কালাগড় গ্রাম, মধ্যনগর, সুনামগঞ্জ।
পুলিশ জানায়, তারা সবাই পূর্বে মধ্যনগর থানায় দায়ের হওয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন (মামলা নং: ৩৭/২৩)।
স্থানীয়রা জানান, এমন ধারাবাহিক অভিযান অপরাধ দমনে আশার আলো জাগিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin