প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ২:০৬ পি.এম
কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বারোমাইল নামক স্থানে ০১(এক) জন নারী গণধর্ষণ সংক্রান্ত ঘটনায় ০৫(পাঁচ) জন গ্রেপ্তার

০২ আগস্ট ২০২৫খ্রিঃ তারিখ রাত আনুমান ২৩.১০ ঘটিকার সময় মোছাঃ আরিফা হোটেলের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় স্বামী মোঃ সোহেল এর সাথে ভ্যানচালক মোঃ রুবেল আলী এর ভ্যানযোগে বাসায় ফেরার পথে ভেড়ামারা থানাধীন বারোমাইল লিচুবাগান নামক স্থানে ৬/৭ জন লোক তাদের পথরোধ করে স্বামী সোহেলকে মারধর করে আটকে রেখে স্ত্রী আরিফাকে হাইওয়ে রাস্তার পাশে লিচু বাগান নামক স্থানে নিয়ে ৩/৪ জন জোর পূর্বক ধর্ষণ করে। সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামি ১। কালু প্রামানিক(৪৬), পিতা-মৃত মোজাম্মেল প্রামানিক, সাং মসলেমপুর,২। মুর্শিদ শেখ (৪৫), পিতা-মোজাম্মেল শেখ, সাং-ষোল দাগ, ৩। টিটু মন্ডল ওরফে টিপু (৪২), পিতা-মৃত আকছেদ মন্ডল, ৪। এজাজুল(৪২), পিতা-মৃত নবীর মন্ডল, সাং-ষোল দাগ এবং ভ্যানচালক ৫। রুবেল আলী (২৪), পিতা-মৃত হাবিবুল সরদার, সাং-ষোলদাগ সর্বথানা-ভেড়ামারা জেলা:- কুষ্টিয়াদেরকে গ্রেফতার করে।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin