আজ, ২৪ সেপ্টেম্বর ২০২৪ (মঙ্গলবার) তারিখে সাজেকে আটকে পড়া ১৪০০ জন পর্যটককে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সাজেক হতে খাগড়াছড়িতে নিরাপদে প্রত্যাবর্তন করানো হয়। উল্লেখ্য, শান্তি চুক্তির প্রাথমিক ধারার ব্যত্যয় ঘটিয়ে অস্ত্র সমর্পণ না করে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত অপতৎপরতা চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় ইউপিডিএফ (মূল) কর্তৃক ডাকা ৭২ ঘন্টার অবরোধে সাজেকে ১৪০০ জন পর্যটক আটকা পড়েন এবং অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। সড়ক অবরোধের লক্ষ্যে দুষ্কৃতিকারীরা খাগড়াছড়ি-সাজেক সড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলার পাশাপাশি বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং কালভার্টের পাটাতন উপড়ে ফেলার মাধ্যমে যানবাহন চলাচল ব্যাহত করে। সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উল্লেখিত প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলে।
উল্লেখ্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যগণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।