
নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদের আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১২ (বারো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে আটককৃত নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।