
নিজস্ব প্রতিবেদক: বাদী মোছাঃ রাবেয়া খাতুন (২৮), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ আলিফ লায়লা, সাং-রাজবাড়িয়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর এজাহার দায়ের করেন, আসামী মোঃ আবিদুল হাসান মিন্টু শেখ(৫০)সহ তার সহযোগী আসামীরা পরষ্পর যোগসাজসে প্রতারণা করে ইং-২৯/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.২০ ঘটিকার সময় শার্শা থানাধীন বাগআঁচড়া সাকিনস্থ বাগআঁচড়া বাজার হতে বাদীর নিকট থেকে ২,৭৮,০০০/- টাকা চুরি করে নিয়া যায়।
বাদীর এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনসহ চোরাই টাকা উদ্ধারের জন্য শার্শা থানা যশোরকে নির্দেশ প্রদান করেন। এসআই(নিঃ)/গোরাচাঁদ দাশ সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি সহায়তাসহ সোনালী ব্যাংক ম্যানেজারের সহায়তায় সিসি টিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইং-০২/০৯/২০২৫ খ্রিঃ তারিখ এজাহারনামীয় ০১নং আসামী মোঃ আবিদুল হাসান @ মিন্টু শেখ (৫০), পিতা-মৃত আঃ রব শেখ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-দেয়াড়া, পোস্ট-যুগিহাটি, থানা-রুপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ইং ০৩/০৯/২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রুজুকৃত মামলা নম্বর ও ধারাঃ
শার্শা থানার মামলা নং-০১, তারিখ-০২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯/৪২০ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
নামঃ- মোঃ আবিদুল হাসান @ মিন্টু শেখ (৫০)
পিতা-মৃত আঃ রব শেখ
মাতা-মৃত মমতাজ বেগম
সাং-দেয়াড়া
পোস্ট-যুগিহাটি
থানা-রুপসা
জেলা-খুলনা।