
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): “সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। এসব চোরাচালানপণ্যের বাজারমূল্য এক কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
গতকাল ২৪ জুলাই (বুধবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চালানো এই অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম। অভিযানে অংশ নেয় বিজিবি,পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা এনএসআই-এর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকার সীমান্ত পিলার ১১৯০/১৭-এস-এর পাশে কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারত থেকে আনা বিপুল পরিমাণ কাপড় জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১,০১,৫৮,০০০ টাকা। এসব মাল শুল্ক গোডাউনে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান চলে আসছে। এর সঙ্গে কিছু প্রভাবশালী মহলের সম্পৃক্ততার কথাও লোকমুখে শোনা যায়, যার কারণে এতদিন এসব কর্মকাণ্ড রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তবে এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযান পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, এবং কারা এর পেছনে রয়েছে, তা খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।