
সভাপতি: শাহেবুর আলম | সাধারণ সম্পাদক: এনামুল গনি রুবেল
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১০ সেপ্টেম্বর, ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে দিনব্যাপী আয়োজন করা এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সুজন মিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবে হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার। জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মুক্তার হোসেন,১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সালাম , মজনু মিয়া ও অন্যান্য সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বিএনপির বিভিন্ন পদে মোট দশজন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নেন। পদ অনুযায়ী—সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের যোগ্য ছিলেন। দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়।
ভোটের ফলাফলে নির্বাচিত হয়েছেন—সভাপতি: শাহেবুর আলম (ঘোড়া প্রতীক), সহ-সভাপতি: সাইকুল ইসলাম (মাছ প্রতীক), সাধারণ সম্পাদক: এনামুল গনি রুবেল (তালা প্রতীক), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ইমারত হোসেন (মোমবাতি প্রতীক), সাংগঠনিক সম্পাদক: মোঃ রাসেল মিয়া (মোটরসাইকেল প্রতীক)।
মধ্যনগর উপজেলার নিযুক্ত নির্বাচন কমিশনাররা বিষয়টি নিশ্চিত করেছেন। বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর ও নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।