মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ’র ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-রেজিস্ট্রার গোলাম মাহফুজ মঞ্জু। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, গোলাম মাহফুজ মঞ্জু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখায় উপ-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গোলাম মাহফুজ মঞ্জু বিশ্ববিদ্যালয়ের অষ্টম ও নবম উপাচার্যের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে গোলাম মাহফুজ মঞ্জু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে এ দায়িত্ব পালন করার চেষ্টা করবো। এই কাজে সকলের সহযোগীতা কামনা করছি।