ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo लकी सेलिब्रिटी ऑनलाइन कैसीनो में विशेष गेम – मलेशिया के सर्वश्रेष्ठ विकल्प Logo মধ্যনগরে নির্বাচনী পোস্টার ও ব্যানার উচ্ছেদ অভিযান। Logo Analýza profesionálů wingaga a sportovců z místního kasina WinGaga pro rok 2025 Logo Nejlepší online kasina bez bonusu vkladu v Americe v wingaga recenze roce 2025 Logo BET+ Programs on google Enjoy Logo জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্র সহ যেকোন সময় যেকোন স্থানে প্রবেশ করতে পারবেন – স্বরাষ্ট্র উপদেষ্টা Logo রায়ের বাজার কবরস্থানে দাফন করা ৮ জুলাই শহীদের পরিচয় শনাক্ত – মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম Logo ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৬ Logo বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর

বিদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে এমপাওয়ার ও আইডিপি- এর নতুন অংশীদারিত্ব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৯ মে, ২০২৫ – যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমপাওয়ার ফিনান্সিং এবং আন্তর্জাতিক শিক্ষা সেবা প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন এখন একসঙ্গে কাজ করবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো সহযোগিতা পাবেন।

আইডিপি-এর গুলশান অফিসে এমপাওয়ার ও আইডিপি- এর মধ্যে অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, পরামর্শক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা। বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়া সহজ করতে এমপাওয়ার এবং আইডিপি এখন একসাথে কাজ করবে।

এমপাওয়ার ফাইনান্সিং- এর ডিজিটাল মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ডানকান মস বলেন, “যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়াশোনার সুযোগ আরও সহজ করতে আইডিপি- এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আইডিপি-এর স্থানীয় অভিজ্ঞতা এবং এমপাওয়ার- এর শিক্ষার্থী-কেন্দ্রিক অর্থায়ন মডেল একত্রিত করার মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক বাধা দূর করতে ও তাদের উচ্চশিক্ষার লক্ষ্য পূরণে আরও সহায়তা করতে পারব বলে আমরা আশা করি।”

আইডিপি বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে এমপাওয়ার- এর শিক্ষা ঋণ পাওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা পাবেন। এছাড়া, ভিসার প্রস্তুতি, আর্থিক কাগজপত্র ও চাকরি খোঁজার বিষয়েও তারা বিনামূল্যে সহায়তা পাবে।

এমপাওয়ার-এর গ্লোবাল পার্টনারশিপ প্রধান ক্লেমেন্ট আহিয়েকপোর বলেন, “বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আইডিপি-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব। এর মাধ্যমে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শুধু বিশ্বমানের শিক্ষাই নয়, বরং প্রতিটি ধাপে সফল হতে যেসব সহায়তা দরকার তা নিশ্চিত করতে কাজ করছি।”

আইডিপিঃ এ গ্লোবাল এডুকেশন লিডার উইথ লোকাল ইমপ্যাক্ট

আইডিপি এডুকেশন আন্তর্জাতিক শিক্ষায় ৫০ বছর ধরে কাজ করছে। তারা ৩০টির বেশি দেশে কাজ করে। আইইএলটিএস পরীক্ষার কো-ওনার এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও নিউজিল্যান্ডের ১০০০-এরও বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে গ্লোবাল অংশীদার আইডিপি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার জন্য পরামর্শ ও সহায়তা দেয়। বাংলাদেশে তারা গত ২০ বছর ধরে ব্যক্তিগত পরামর্শ, আবেদন প্রক্রিয়া, ভিসা সাপোর্ট এবং যাত্রার আগে ও পরে সহযোগিতা দিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সাহায্য করছে।

আইডিপি বাংলাদেশ হাজার হাজার শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে। এখন নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা এমন একটি নিরাপদ শিক্ষা ঋণ পাবেন, যা জামিন, কো-সাইন বা স্থানীয় ক্রেডিট হিস্ট্রি ছাড়াই নেওয়া যাবে। ফলে বিদেশে পড়াশোনার ক্ষেতে অনেক পরিবারকে যে বড় বাধার মুখোমুখি হতে হয় তা দূর করবে।

আইডিপি বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাজীব মাহবুবুল বলেন, “আমরা বিশ্বাস করি এই অংশীদারিত্ব আরও বেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র বা কানাডায় পড়াশোনার স্বপ্ন পূরণে সাহায্য করবে। এমপাওয়ার- এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশী শিক্ষার্থী ও তাদের পরিবারকে আন্তর্জাতিক শিক্ষার জটিল পথে আরও আত্মবিশ্বাস ও স্বচ্ছ ধারণা দিয়ে সহায়তা করতে পারব বলে আমি মনে করি।”

ঢাকায় এই অংশীদারিত্ব অনুষ্ঠানে শিক্ষার্থী ও পরামর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। অনেকেই অনুষ্ঠান শেষে উৎসাহ পেয়েছেন এবং উচ্চশিক্ষার শিক্ষার পথে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে আরও সচেষ্ট হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

लकी सेलिब्रिटी ऑनलाइन कैसीनो में विशेष गेम – मलेशिया के सर्वश्रेष्ठ विकल्प

বিদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে এমপাওয়ার ও আইডিপি- এর নতুন অংশীদারিত্ব

আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

আলী আহসান রবি: ঢাকা, ২৯ মে, ২০২৫ – যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমপাওয়ার ফিনান্সিং এবং আন্তর্জাতিক শিক্ষা সেবা প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন এখন একসঙ্গে কাজ করবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো সহযোগিতা পাবেন।

আইডিপি-এর গুলশান অফিসে এমপাওয়ার ও আইডিপি- এর মধ্যে অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, পরামর্শক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা। বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়া সহজ করতে এমপাওয়ার এবং আইডিপি এখন একসাথে কাজ করবে।

এমপাওয়ার ফাইনান্সিং- এর ডিজিটাল মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ডানকান মস বলেন, “যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়াশোনার সুযোগ আরও সহজ করতে আইডিপি- এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আইডিপি-এর স্থানীয় অভিজ্ঞতা এবং এমপাওয়ার- এর শিক্ষার্থী-কেন্দ্রিক অর্থায়ন মডেল একত্রিত করার মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক বাধা দূর করতে ও তাদের উচ্চশিক্ষার লক্ষ্য পূরণে আরও সহায়তা করতে পারব বলে আমরা আশা করি।”

আইডিপি বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে এমপাওয়ার- এর শিক্ষা ঋণ পাওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা পাবেন। এছাড়া, ভিসার প্রস্তুতি, আর্থিক কাগজপত্র ও চাকরি খোঁজার বিষয়েও তারা বিনামূল্যে সহায়তা পাবে।

এমপাওয়ার-এর গ্লোবাল পার্টনারশিপ প্রধান ক্লেমেন্ট আহিয়েকপোর বলেন, “বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আইডিপি-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব। এর মাধ্যমে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শুধু বিশ্বমানের শিক্ষাই নয়, বরং প্রতিটি ধাপে সফল হতে যেসব সহায়তা দরকার তা নিশ্চিত করতে কাজ করছি।”

আইডিপিঃ এ গ্লোবাল এডুকেশন লিডার উইথ লোকাল ইমপ্যাক্ট

আইডিপি এডুকেশন আন্তর্জাতিক শিক্ষায় ৫০ বছর ধরে কাজ করছে। তারা ৩০টির বেশি দেশে কাজ করে। আইইএলটিএস পরীক্ষার কো-ওনার এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও নিউজিল্যান্ডের ১০০০-এরও বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে গ্লোবাল অংশীদার আইডিপি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার জন্য পরামর্শ ও সহায়তা দেয়। বাংলাদেশে তারা গত ২০ বছর ধরে ব্যক্তিগত পরামর্শ, আবেদন প্রক্রিয়া, ভিসা সাপোর্ট এবং যাত্রার আগে ও পরে সহযোগিতা দিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সাহায্য করছে।

আইডিপি বাংলাদেশ হাজার হাজার শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে। এখন নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা এমন একটি নিরাপদ শিক্ষা ঋণ পাবেন, যা জামিন, কো-সাইন বা স্থানীয় ক্রেডিট হিস্ট্রি ছাড়াই নেওয়া যাবে। ফলে বিদেশে পড়াশোনার ক্ষেতে অনেক পরিবারকে যে বড় বাধার মুখোমুখি হতে হয় তা দূর করবে।

আইডিপি বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাজীব মাহবুবুল বলেন, “আমরা বিশ্বাস করি এই অংশীদারিত্ব আরও বেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র বা কানাডায় পড়াশোনার স্বপ্ন পূরণে সাহায্য করবে। এমপাওয়ার- এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশী শিক্ষার্থী ও তাদের পরিবারকে আন্তর্জাতিক শিক্ষার জটিল পথে আরও আত্মবিশ্বাস ও স্বচ্ছ ধারণা দিয়ে সহায়তা করতে পারব বলে আমি মনে করি।”

ঢাকায় এই অংশীদারিত্ব অনুষ্ঠানে শিক্ষার্থী ও পরামর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। অনেকেই অনুষ্ঠান শেষে উৎসাহ পেয়েছেন এবং উচ্চশিক্ষার শিক্ষার পথে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে আরও সচেষ্ট হয়েছেন।