ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কিছু কিছু পুলিশ এখনো ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: নবী উল্লাহ নবী Logo সৎও মিষ্টভাষী উপসচিব আবুল হাসান Logo বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Logo ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে Logo তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ Logo রাজনীতিবিদ শেখ রিয়াজ উদ্দিন রানার কিছু কথা Logo কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা Logo সাবেক সচিব ইসমাইল হোসেনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ Logo বিগত সরকারের কথিত উন্নয়নকে চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা Logo ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা

বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ-স্থানীয় সরকার উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

 

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ; অভ্যন্তরীণ ও ভারতের সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

আজ (শনিবার) মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুরাদনগর উপজেলার স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, স্বৈরাচারী হাসিনার উপর ভারতের সবচেয়ে বেশি আশীর্বাদ ছিল, কিন্তু যার পরিণতি দৃশ্যমান।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সহস্র যোদ্ধার রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য একসাথে আমৃত্য কাজ করে যেতে হবে। দেশের স্বার্থে জনগণের প্রতিনিধি হয়ে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

উপদেষ্টা আরো বলেন, পতিত স্বৈরাচারের আমলে ক্ষোভের বশবর্তী হয়ে কুমিল্লা নামে বিভাগ না হওয়ার কথা বলা হয়েছিলো। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগে পরিণত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো এবং বিভাগ হলে ‘কুমিল্লা’ নামেই হবে।

এর আগে দুপুরে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জনগণের কাতারে নেমে সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে এনে একসাথে কাজ করতে হবে। এছাড়াও উপজেলায় চাঁদাবাজি ও দখলদারিত্ব যেনো না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন তিনি। উপজেলার উন্নয়ন কাজে গতিশীলতা আনতে সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান ব্যক্ত করেন উপদেষ্টা।

কুমিল্লা সফরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), উপদেষ্টা’র একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিছু কিছু পুলিশ এখনো ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: নবী উল্লাহ নবী

বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ-স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

 

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ; অভ্যন্তরীণ ও ভারতের সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

আজ (শনিবার) মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুরাদনগর উপজেলার স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, স্বৈরাচারী হাসিনার উপর ভারতের সবচেয়ে বেশি আশীর্বাদ ছিল, কিন্তু যার পরিণতি দৃশ্যমান।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সহস্র যোদ্ধার রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য একসাথে আমৃত্য কাজ করে যেতে হবে। দেশের স্বার্থে জনগণের প্রতিনিধি হয়ে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

উপদেষ্টা আরো বলেন, পতিত স্বৈরাচারের আমলে ক্ষোভের বশবর্তী হয়ে কুমিল্লা নামে বিভাগ না হওয়ার কথা বলা হয়েছিলো। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগে পরিণত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো এবং বিভাগ হলে ‘কুমিল্লা’ নামেই হবে।

এর আগে দুপুরে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জনগণের কাতারে নেমে সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে এনে একসাথে কাজ করতে হবে। এছাড়াও উপজেলায় চাঁদাবাজি ও দখলদারিত্ব যেনো না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন তিনি। উপজেলার উন্নয়ন কাজে গতিশীলতা আনতে সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান ব্যক্ত করেন উপদেষ্টা।

কুমিল্লা সফরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), উপদেষ্টা’র একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।