দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও ৫০০ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ‘লেজুড়বৃত্তিক সংগঠন’ নিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করছি যে খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা গত ১৫ বছর ধরে লেজুড়ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সেজন্য এ শব্দটি (লেজুড়ভিত্তিক) নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের দ্বিধা-বিভক্তি রয়েছে।’ ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন বিশেষ করে আমরা যদি পরিচালিত হই, সেটিকে বিশেষ কোনো দোষের দেখছি না। আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের একটি মূলধারার রাজনীতি রয়েছে। তারা তো সেই আদর্শে অনেক দিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে। সেটি তো দোষের কিছু হয়নি। আর আমরা ছাত্রদল তো বিএনপির কোনো আদর্শ ছাত্রদের ওপর চাপিয়ে দেইনি।’
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের ৩শ’ নেতাকর্মীকে বহিষ্কার, ৫শ’ জনকে শোকজ
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:২৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ