
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ,বিকাল ৫ ঘটিকায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ভিটাবাড়িয়া ইউনিয়নের ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিটাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ভিটাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোহাম্মদ আব্দুল গাফফার খান এর সভাপতিত্বে সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন:-প্রধান অতিথি, অধ্যক্ষ তফাজ্জল হোসাইন ফরিদ, আমীর, জামায়াতে ইসলামী, পিরোজপুর জেলা। প্রধান বক্তা, আলহাজ্ব শামীম সাঈদী, চেয়ারম্যান, আল্লামা সাঈদী ফাউন্ডেশন, পিরোজপুর।
মোঃ জহিরুল হক, সেক্রেটারী, জামায়াতে ইসলামী, পিরোজপুর জেলা। মাওঃ আব্দুর রাজ্জাক শেখ, সহকারী সেক্রেটারী, পিরোজপুর জেলা। মোঃ আমির হোসেন খান, সভাপতি, জামায়াতে ইসলামী, ভান্ডারিয়া উপজেলাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।