
পুলিশ সুপার, নাটোর জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় বাগাতিপাড়া মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন। পুলিশ সুপার, নাটোর বাগাতিপাড়া মডেল থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার থানার অনলাইন জিডি, থানার মূলতবী মামলা নিষ্পত্তি উপর গুরুত্বারোপসহ নারী ও শিশু নির্যাতন মামলার যথাযথ পুলিশ রিপোর্ট প্রদানের নির্দেশনা দেন। তিনি হাজতখানা, মালখানা, নারী ও শিশু সহায়তা ডেক্স, ডিউটি অফিসারের কক্ষ, অফিসার ও ফোর্সের ব্যরাকসহ থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।