ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীর কার্যক্রম Logo ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক Logo ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পিরোজপুর জেলখানার অন্য রকম এক চিত্র Logo কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন হয়েছে Logo আনন্দ-উচ্ছ্বাসে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী Logo কালিগঞ্জেে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম পুনমিলনী অনুষ্ঠিত Logo বাউফলে আজ ১৪ গ্রামে পালিত হচ্ছে ঈদ উৎসব Logo জাতীয় ঈদগাহ কেন্দ্রিক থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সিলেটে পুলিশের অভিযানে ৩০৮ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক ও ৩জন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।
সকাল ০৬.০৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে ইসলাম ব্রাদার্সের সামনে পাকা রাস্তার উপর পুলিশ চেকপোস্ট করাকালে একটি ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯, আটক করা হয় ও ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামাল ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯, যার চেসিস নং-373144J5R101360, ইঞ্জিন নং-697TC48APY100505, মূল্য অনুমান ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা, খ) ট্রাকের মধ্যে নীল রংয়ের ত্রিপল দ্বারা মোড়ানো ৩০৮ (তিনশত আট) বস্তা ভারতীয় চিনি, যার প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে WHITE CRYSTAL SUGAR, INDIA সহ অন্যান্য ইংরেজী লিখা আছে, প্রতি বস্তার ওজন ৪৯ কেজি করে সর্বমোট ওজন ১৫,০৯২ কেজি চিনি, মূল্য আনুমানিক ১৮,১১,০৪০/- (আঠারো লক্ষ এগারো হাজার চল্লিশ) টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা: ১. মোঃ শাহিন উদ্দিন (২৪), পিতা- ফখরুল উদ্দিন, সাং-নান্দিশ্রী বাজার, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২. মোঃ রবিউল (২৫), পিতা-মৃত নুর আলী ইসলাম, সাং- দুবাক, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট,৩. মোঃ জুনায়েদ মিয়া (২৬), পিতা-মৃত আবু তাহের, সাং-মুরাদপুর, থানা-আজমেরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ। গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মালামালের অজ্ঞাতনামা ০১ জন মালিক জড়িত রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-০৭, তারিখ-০৮ মার্চ, ২০২৫ খ্রিঃ, Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীর কার্যক্রম

সিলেটে পুলিশের অভিযানে ৩০৮ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক ও ৩জন গ্রেফতার

আপডেট সময় ০৪:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।
সকাল ০৬.০৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে ইসলাম ব্রাদার্সের সামনে পাকা রাস্তার উপর পুলিশ চেকপোস্ট করাকালে একটি ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯, আটক করা হয় ও ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামাল ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯, যার চেসিস নং-373144J5R101360, ইঞ্জিন নং-697TC48APY100505, মূল্য অনুমান ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা, খ) ট্রাকের মধ্যে নীল রংয়ের ত্রিপল দ্বারা মোড়ানো ৩০৮ (তিনশত আট) বস্তা ভারতীয় চিনি, যার প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে WHITE CRYSTAL SUGAR, INDIA সহ অন্যান্য ইংরেজী লিখা আছে, প্রতি বস্তার ওজন ৪৯ কেজি করে সর্বমোট ওজন ১৫,০৯২ কেজি চিনি, মূল্য আনুমানিক ১৮,১১,০৪০/- (আঠারো লক্ষ এগারো হাজার চল্লিশ) টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা: ১. মোঃ শাহিন উদ্দিন (২৪), পিতা- ফখরুল উদ্দিন, সাং-নান্দিশ্রী বাজার, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২. মোঃ রবিউল (২৫), পিতা-মৃত নুর আলী ইসলাম, সাং- দুবাক, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট,৩. মোঃ জুনায়েদ মিয়া (২৬), পিতা-মৃত আবু তাহের, সাং-মুরাদপুর, থানা-আজমেরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ। গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মালামালের অজ্ঞাতনামা ০১ জন মালিক জড়িত রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-০৭, তারিখ-০৮ মার্চ, ২০২৫ খ্রিঃ, Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।