
ফেরদৌস ওয়াহিদ রাসেল পিরোজপুর প্রতিনিধি: বিত্র রমজান মাস উপলক্ষে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ (১৬ মার্চ ২০২৫) ইউনিয়নের নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এছাড়া আর ও উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল।উক্ত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতিও পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহুরুল হক টিটু, পুলিশের বিশেষ শাখা, ডিআই-১ শরিফুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা রেদোয়াননুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন।