ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালিগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যায় মেয়ে-জামাতাসহ ৪জনকে আটক করেছে পুলিশ Logo কেন্দুয়ায় অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস Logo সুনামগঞ্জের মধ্যনগরে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দলকে সংগঠিত করে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে— আলহাজ্ব ডাঃ শহিদুল আলম Logo ‘স্কিল গ্যাপ’ গোছাতে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (IFT) প্রতিষ্ঠায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার(Michael Shotter) এর সৌজন্য সাক্ষাৎ Logo প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত Logo পলিথিন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জরিমানা ও জব্দ Logo উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএ এর ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত Logo পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক গঠিত পরিদর্শন টিমের সভাপতির পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন অফিস পরিদর্শন।

পিরোজপুরে পরিবার পরিকল্পনার ডাক্তার ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মীদের মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্য পরিদর্শকসহ কার্যালয়ের প্রায় সব স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। অভিযোগকারীদের ভাষ্যমতে, ডা. ফরিদা ইয়াসমিন মানসিক ভারসাম্যহীন, দুর্নীতিগ্রস্ত, অহংকারী ও মিথ্যাচারী। তিনি সহকর্মীদের সঙ্গে অশালীন এবং আক্রমণাত্মক আচরণ করেন। এছাড়া অফিসের কর্মচারীদের দিয়ে নিজের ব্যক্তিগত কাজ এমনকি সন্তান লালন-পালনের কাজ করানোর অভিযোগও ওঠেছে তার বিরুদ্ধে।

অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ও সভাপতি, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা; শামসুন্নাহার চিনু, সহকারী স্বাস্থ্য পরিদর্শক; শাহনাজ পারভিন, স্বাস্থ্য সহকারী; শিরিন পারভীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক; বিনয় কৃষ্ণ পাল, স্বাস্থ্য সহকারী; জেসমিন আক্তার, স্বাস্থ্য সহকারী; মেজবাউদ্দীন, স্বাস্থ্য সহকারী।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল সিভিল সার্জনের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র জমা দেন। সিভিল সার্জন অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনে আশ্বাস দেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন সকলকে । এর আগেও ডা. ফরিদা ইয়াসমিন যেসব স্থানে কর্মরত ছিলেন, সেখানেও তার বিরুদ্ধে অনুরূপ আচরণের অভিযোগ এবং মানববন্ধনের ঘটনা ঘটেছে। তিনি প্রয়াত সেনা কর্মকর্তা (মেজর) পত্নী হওয়ায় বিভিন্ন সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে সহকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ উঠেছে।

মানববন্ধনের সময় তিনি নিজে উপস্থিত হয়ে ব্যানার ছিঁড়ে ফেলতে উদ্যত হন এবং নিউজ সংগ্রহে থাকা সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ও হামলার চেষ্টা করেন। বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডা. ফরিদা ইয়াসমিনের এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। তারা অবিলম্বে তার বদলি ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যায় মেয়ে-জামাতাসহ ৪জনকে আটক করেছে পুলিশ

পিরোজপুরে পরিবার পরিকল্পনার ডাক্তার ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মীদের মানববন্ধন

আপডেট সময় ০৮:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্য পরিদর্শকসহ কার্যালয়ের প্রায় সব স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। অভিযোগকারীদের ভাষ্যমতে, ডা. ফরিদা ইয়াসমিন মানসিক ভারসাম্যহীন, দুর্নীতিগ্রস্ত, অহংকারী ও মিথ্যাচারী। তিনি সহকর্মীদের সঙ্গে অশালীন এবং আক্রমণাত্মক আচরণ করেন। এছাড়া অফিসের কর্মচারীদের দিয়ে নিজের ব্যক্তিগত কাজ এমনকি সন্তান লালন-পালনের কাজ করানোর অভিযোগও ওঠেছে তার বিরুদ্ধে।

অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ও সভাপতি, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা; শামসুন্নাহার চিনু, সহকারী স্বাস্থ্য পরিদর্শক; শাহনাজ পারভিন, স্বাস্থ্য সহকারী; শিরিন পারভীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক; বিনয় কৃষ্ণ পাল, স্বাস্থ্য সহকারী; জেসমিন আক্তার, স্বাস্থ্য সহকারী; মেজবাউদ্দীন, স্বাস্থ্য সহকারী।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল সিভিল সার্জনের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র জমা দেন। সিভিল সার্জন অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনে আশ্বাস দেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন সকলকে । এর আগেও ডা. ফরিদা ইয়াসমিন যেসব স্থানে কর্মরত ছিলেন, সেখানেও তার বিরুদ্ধে অনুরূপ আচরণের অভিযোগ এবং মানববন্ধনের ঘটনা ঘটেছে। তিনি প্রয়াত সেনা কর্মকর্তা (মেজর) পত্নী হওয়ায় বিভিন্ন সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে সহকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ উঠেছে।

মানববন্ধনের সময় তিনি নিজে উপস্থিত হয়ে ব্যানার ছিঁড়ে ফেলতে উদ্যত হন এবং নিউজ সংগ্রহে থাকা সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ও হামলার চেষ্টা করেন। বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডা. ফরিদা ইয়াসমিনের এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। তারা অবিলম্বে তার বদলি ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।