
মো. খলিলুর রহমান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরের ভ’মি অফিসের ১৫০ ফুট দুরে সরকারি খাস জমিতে আওয়ামী সরকারের আমলে বসতঘর নির্মাণ করে এক ব্যক্তি। আওয়ামী সরকার পতনের ৮ মাস পরে তাঁর বিরুদ্ধে আবার নতুন করে সেই ঘর সংলঘœ পাকা বারান্দা ও বাথরুম নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ অভিযোগ বগা ইউনিয়নের বগা বন্দরের মো. ফারুক হোসেন শরীফ(৪৫) বিরুদ্ধে। তাঁর পিতার নাম মেনাজ উদ্দিন শরীফ।
জানা গেছে, বগা বন্দরের ভ’মি অফিসের অদুরে উত্তর পার্শ্বে সরকারি খাস জমিতে ৩ বছর আগে ক্ষমতার প্রভাব দেখিয়ে পাকা বসতঘর নির্মান করেন ফারুক শরীফ। এরপরে ওই খাস জমিতে কোন কাজ না করার জন্য নিষেধ করেন বগা ভ’মি অফিসের লোকজন। কিন্ত ফারুক শরীফ সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে মঙ্গলবার ও আজ বুধবার এই ২ দিন পর্যন্ত শ্রমিক দিয়ে ওই পাকার ঘরের সঙ্গে নতুন করে পাকা বারান্দা ও বাথরুম নির্মান করছেন। স্থানীয়রা বাধা দিলে তাঁদেরকে নানা ধরণের ভয়ভীতি দেখান। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ফারুক শরীফ প্রভাবশালী হওয়ায় আমরা এ ব্যাপারে কিছু বলতে সাহস পাচ্ছি না।
অভিযুক্ত ফারুক শরীফ বলেন, আমরা ৭০ বছর পর্যন্ত এই জমি ভোগ দখল করে আসছি। এস.এ জরিপে আমাদের রেকর্ড থাকলেও বি.এস.এ জরিপে এই জমি খাস দেখিয়েছে। এখন আমরা আদালতের দারস্থ হব।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের মুঠো ফোনে( ০১৭৩৩৩৩৪১৪৯ ) কল দিলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।