
জামালপুর প্রতিনিধি : আজ বুধবার (১০ সেপ্টেম্বর) জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে সেপ্টেম্বর/২০২৫ খ্রি. মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জামালপুর জেলা পুলিশের জুলাই/২০২৫ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার এবং ফোর্সকে পুরস্কৃত করা হয়।
জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর আগস্ট ২০২৫ খ্রি. মাসের সার্বিক কর্মমূল্যায়নে (শ্রেষ্ঠ সার্কেল অফিসার); জনাব মোঃ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ, দেওয়ানগঞ্জ মডেল থানা- (শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ); জনাব শাহজাদা মোঃ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (নিঃ), বারুয়ামারি তদন্ত কেন্দ্র-(শ্রেষ্ঠ আইসি); জনাব আফতাব উদ্দিন, এসআই (নিঃ),দেওয়ানগঞ্জ মডেল থানা -(শ্রেষ্ঠ এসআই); জনাব আশরাফুল আলম শান্ত, এএসআই নিঃ, বকশীগঞ্জ থানা-(শ্রেষ্ঠ এএসআই); জনাব এমরুল রশিদ, এএসআই নিঃ,জামালপুর থানা -(শ্রেষ্ঠ অরেন্ট তামিলকারী অফিসার); জনাব মনিসাধ্য, এসআই নিরস্র, জেলা গোয়েন্দা শাখা-২ (শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার); জনাব সুব্রত সরকার, এসআই নিরস্র, সরিষাবাড়ি থানা (শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার); জনাব নাজিম উদ্দিন, এসআই নিঃ,দেওয়ানগঞ্জ মডেল থানা (শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার); জনাব আঃ লতিফ, সার্জেন্ট, ট্রাফিক বিভাগ (শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিল কারী অফিসার) পুলিশ সুপার মহোদয় সকলকেই শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
পরে, জনাব মোঃ রাজু আহমেদ,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), তিনি দীর্ঘ ০৬ মাস জামালপুর জেলায় বাস্তব প্রশিক্ষণ শেষে কুমিল্লা জেলা, (লাকসাম সার্কেল) হিসেবে বদলি হওয়ায় তাঁকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোরশেদা খাতুন, জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল); জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; জনাব মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার; জামালপুর জেলা পুলিশের (মেডিকেল অফিসার), জনাব ড. রেহেনা জান্নাত; সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মরত সিভিল ষ্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।