ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব – ধর্ম উপদেষ্টা Logo গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার নাটোর জেলা সফর Logo জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা Logo মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন; অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড Logo ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo কুমিল্লা সীমান্তে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি Logo ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী কৌশল নিয়ে এনসিপির সভা Logo অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি Logo খিলগাঁওয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

যশোরের মুরাদগড় বাজার এলাকা হতে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ০৫ জুলাই ২০২৫, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (৩০) ও মোঃ মেহেদী হাসান (২৫) নামের ০২ জনকে আটক করেছে।

অদ্য ০৫ জুলাই ২০২৫ তারিখ সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের অন্তর্গত মুরাদগড় বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতঃ তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-৪,৫৭,১৭,৯১৫/- (চার কোটি সাতান্ন লক্ষ সতের হাজার নয়শত পনের) টাকা।

আটককৃত ব্যক্তিরা যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মালেকের ছেলে মোঃ মেহেদী হাসান (২৫)। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে সংগ্রহ করে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব – ধর্ম উপদেষ্টা

যশোরের মুরাদগড় বাজার এলাকা হতে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ১২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

আলী আহসান রবি: ০৫ জুলাই ২০২৫, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (৩০) ও মোঃ মেহেদী হাসান (২৫) নামের ০২ জনকে আটক করেছে।

অদ্য ০৫ জুলাই ২০২৫ তারিখ সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের অন্তর্গত মুরাদগড় বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতঃ তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-৪,৫৭,১৭,৯১৫/- (চার কোটি সাতান্ন লক্ষ সতের হাজার নয়শত পনের) টাকা।

আটককৃত ব্যক্তিরা যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মালেকের ছেলে মোঃ মেহেদী হাসান (২৫)। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে সংগ্রহ করে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।