
আলী আহসান রবি: ঢাকা, ০৭ জুলাই ২০২৫, আজ(সোমবার) গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ সংলগ্ন এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান জুনায়েদ এঁর নামে নামকৃত “শহীদ জুনায়েদ চত্বর” এবং শহীদ শাহারিয়ার খান আনাস এঁর নামে নামকৃত “শহীদ শাহারিয়ার খান আনাস সড়ক” এর নামফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে ৫ আগষ্ট সকালের দুর্বিষহ স্মৃতি স্মরণ করে উপদেষ্টা বলেন, চানখারপুলে যে স্থানে আনাস এবং জুনায়েদ শহীদ হয়, আমি তার পাশেই ছিলাম। আমরা সবাই পুলিশ, এপিবিএন এর ব্যারিকেড ভেঙ্গে শহীদ মিনারের উদ্দেশ্যে যাবার জন্য প্রস্তুত হই, কিন্তু গুলিতে জুনায়েদ-আনাসসহ আরো অনেকে শহীদ হয়। আমরা এই শহীদ্দের রক্ত বৃথা যেতে দেবো না। যে অদম্য দেশপ্রেম এবং প্রেরণা থেকে তারা জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, আমরা সকলে মিলে এমন বাংলাদেশই গড়ে তুলবো।
উপদেষ্টা আরো বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করণের জন্য আর যেনো কাউকে জীবন দিতে না হয়, জনগণের ট্যাক্স এর টাকায় পরিচালিত বাহিনী যেনো অন্যায়ভাবে এমন গণহত্যা না করতে পারে, তাই এই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার করতে আমাদের সকলের সম্মিলিত লড়াই চালিয়ে যেতে হবে। দেশব্যাপী মানুষের সামগ্রিক প্রচেষ্টায় এই লড়াই সফলতা পাবে, সেই আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
অনুষ্ঠানে শহীদ আনাসের মা এবং শহীদ জুনায়েদ এর বাবা বক্তব্য প্রদান করেন। তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি করেন। এছাড়াও সকল শহীদ্দের কবর সংরক্ষণ এবং স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শহীদ শাহারিয়ার খান আনাস জন্মগ্রহণ করেন ১৪ অক্টোবর ২০০৭ এবং শাহাদাত বরণ করেন ৫ আগষ্ট ২০২৪।
“মা, আমি মিছিলে যাচ্ছি……” দিয়ে শুরু করা চিঠি ছিলো আনাসের সর্বশেষ অভিব্যক্তি। অপরদিকে শহীদ মেহেদী হাসান জুনায়েদ এঁর জন্ম ০৮ অক্টোবর ২০০৯ এবং ০৫ আগস্ট ২০২৪ তারিখে চানখারপুলে মিছিলরত অবস্থায় শহীদ হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী; সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো: শাহজাহান মিয়া। এছাড়াও স্থানীয় সরকার বিভাগ ও ডিএসসিসির কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।