
আলী আহসান রবি: ঢাকা ১০ জুলাই ২০২৫, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। এলক্ষ্যে বাংলাদেশ এ্যাক্রডিটেশন বোর্ড (বিএবি) দেশের বিদ্যমান খাদ্য ও স্বাস্থ্য সেবায় কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদানের মাধ্যমে ভোক্তার আস্থা তৈরিতে কাজ করছে।
তিনি আরো বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা অর্থনীতির মেরুদণ্ড এবং মূল চালিকা শক্তি। কর্মসংস্থান সৃষ্টি এবং জিডিপিতে এই খাতের রয়েছে বড় অবদান। এ্যাক্রেডিটেশন সনদ এসএমই খাতের সক্ষমতা বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ এবং বৈশ্বিক বাজারে তাদের প্রতিযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিল্প উপদেষ্টা বলেন, বিএবি এ পর্যন্ত ৯০টি টেস্টিং ল্যাবরেটরি, ২২টি ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ০৯টি মেডিকেল ল্যাবরেটরি, ৩০টি পরিদর্শন সংস্থা ও ০৪ টি সনদ প্রদানকারী সংস্থাসহ মোট ১৫৫ টি প্রতিষ্ঠানকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। এছাড়া দেশে বিদ্যমান বিভিন্ন সংস্থায় গুণগত মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় কর্মরত ২ হাজার ৮৯৩ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে।
শিল্প উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আয়োজিত বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে একথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান, বিআইএম’র মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম ও এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিএবির মহাপরিচালক এম এ কামাল বিল্লাহ।
এ বছর ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২৫’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Accreditation: Empowering Small and Medium Enterprises (SMEs)”। এ বিষয়ে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ফাহিম বিন আসমত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, মান ও এ্যাক্রেডিটেশন খাতের বিশেষজ্ঞ, বাণিজ্য সংগঠন এবং শিল্প ও ব্যবসায়িক খাতের প্রতিনিধিগণ।