
নিজস্ব প্রতিবেদকঃ জনাব আফরোজা হেলেন, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প্রথমে যশোর জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), যশোর পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক), যশোরের আয়োজনে ২৫০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আফরোজা হেলেন, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)। প্রধান অতিথি অসহায় শীতার্তদের সাথে কুশল বিনিময় করেন, তাদের কথা শুনেন এবং ২৫০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নওরিন মুন্না, সভানেত্রী, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), যশোর।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শামীম আক্তার শরফুদ্দিন(শম্পা),সমাজকল্যাণ সম্পাদিকা, পুনাক, জনাব ওয়াহিদা ওহাব, যুগ্ন- সাধারণ সম্পাদিকা, পুনাক, জনাব ফেরদৌসী খানম (জুই), দপ্তর সম্পাদিকা, পুনাকসহ কেন্দ্রীয় পুনাক সদস্যগন এবং জেলা পুনাক যশোরের অন্যান্য সদস্যগন।
নিজস্ব সংবাদ : 

























