ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাঘ শুধু প্রাণী নয়, আমাদের অহংকার চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের আহ্বান পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার Logo বাউফলে ব্রীজের সাথে কার্গোর ধাক্কায় শ্রমিকের মাথা বিচ্ছিন্ন Logo রংপুরে হিন্দু পাড়ায় হামলার বিস্তারিত জানিয়েছে পুলিশ ও প্রশাসন Logo আব্দুস সবুর এর মৃত্যুতে বাণিজ্য উপদেষ্টা ও সচিবের শোক Logo ২৮ জুলাই ২০২৫ তারিখে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে “জুলাই বিয়ন্ড বর্ডার” Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাজ্জাদ’কে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ Logo মৌলভীবাজার পুলিশ লাইন্সে জিম সেন্টারের উদ্বোধন Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo মোবাইল কোর্টের মাধ্যমে সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ২০০০ অবৈধ বার্নার বিচ্ছিন্ন Logo ডিআইজি (অডিট এবং ইন্সপেকশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাকে দিনাজপুরে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান

সিএমপি’র ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে ০১টি বিদেশী পিস্তল ও ০৩ রাউন্ড তাজা গুলি সহ বাকলিয়া থানার হত্যা মামলায় জড়িত ০১ (এক) আসামী গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগে কর্মরত এসআই(নিঃ)/ফজলে রাব্বী কায়সার, এসআই(নিঃ) নূরে আলম সিদ্দিক এর নেতৃত্বে টিম নং-০২ এর অফিসার ফোর্স সহ চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটিতে সিএমপির বাকলিয়া থানাধীন নতুনব্রিজ মোড় এলাকায় অবস্থান করাকালীন ২৭/০৭/২০২৫ইং তারিখ, ২১.১০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী বাকলিয়া থানার তক্তারপুল এলাকার খালপাড়া নামক জায়গায় অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই ফজলে রাব্বী কায়সার তার আভিযানিক টিমসহ বাকলিয়া থানাধীন তক্তারপুল সংলগ্ন খালপাড় এলাকায় পৌঁছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হইতে দুইজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে অভিযানিক টিম একজন আসামীকে আটক করতে সক্ষম হয়। অপর একজন আসামী দৌড়ে পালিয়ে যায়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম ১। মোঃ সুমন (১৯), পিতা-মোঃ জামাল, মাতা-জোনাকি বেগম, স্থায়ী সাং-করিমপুর, ছামেদ মিয়ার বাড়ি,০৯নং ওয়ার্ড, ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-তক্তারপুল, দৌলতখানের কলোনী, ০৩নং বাসা, ১৮নং দক্ষিণ বাকলিয়া সিটি কর্পোর ওয়ার্ড, খানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম এবং পলাতক আসামীর নাম মোঃ আসিফ(২৬) বলে জানায়।
উক্ত আসামীকে ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক জবাব না দিয়ে এলোমেলো ও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায়, সে ও পলাতক আসামী মোঃ আসিফ (২৬) যৌথভাবে গত ২৫/০৭/২০২৫ইং তারিখ বাকলিয়া থানাধীন আরাকান রোড সংলগ্ন ০৫নং ব্রীজের পশ্চিম পাশে মাদক ব্যবসার আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মহিউদ্দিন (৪৫) নামের একজনকে বিদেশী পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। পরে উক্ত ঘটনায় বাকলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং সেই মামলার কারণে পুলিশ তাদেরকে এরেস্ট করার জন্য খুঁজতে বলে জানায়। ডিবি টিমের নেতৃত্বদান কারী অফিসার এসআই/ফজলে রাব্বী কায়সার ধৃত আসামীর দেওয়া তথ্য যাচাই করার জন্য তাৎক্ষণিক বাকলিয়া থানায় যোগাযোগ করে ঘটনার সত্যতা পান এবং উক্ত খুনের ঘটনায় বর্ণিত গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩৬, তারিখ-২৬/০৭/২০২৫ইং, ধারা-৩০২ পেনাল কোড রুজু আছে মর্মে জানতে পারেন। গ্রেফতারকৃত আসামীকে ভিকটিম মহিউদ্দিন হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-গুলি বাকলিয়া থানাধীন ১৮নং দক্ষিণ বাকলিয়া তক্তারপুল সংলগ্ন খাল পাড়ের পূর্ব পাশে আবু সওদাগরের কলোনীর পিছনে খালের দেয়ালের সাথে ইটের স্তুপের নিচে লুকিয়ে রাখে। অভিযানিক টিম আসামীকে নিয়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে আসামীর দেখানো, সনাক্তমতে ক) ০১ (এক)টি পুরাতন কালচে রংয়ের সচল বিদেশী পিস্তল, যার ফায়ারিং পিন, ট্রিগার ও ম্যাগাজিন সংযুক্ত, লম্বা ০৮ ইঞ্চি, যার ব্যারেলের গায়ে ইংরেজিতে খোদাই করা NO-1711, যার বডির এক পাশে ইংরেজিতে খোদাই করা AUTO PISTAL এবং অপর পাশে ইংরেজিতে খোদাই করা MADE IN U.S.A লিখা আছে, যাতে ০৩ (তিন) রাউন্ড তাজা গুলিভর্তি একটি ম্যাগাজিন সংযুক্ত, যার প্রতিটি গুলির পারকিউশান ক্যাপের পিছনে ইংরেজিতে KF 7.65 লিখা উদ্ধার করেন। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঘ শুধু প্রাণী নয়, আমাদের অহংকার চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের আহ্বান পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার

সিএমপি’র ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে ০১টি বিদেশী পিস্তল ও ০৩ রাউন্ড তাজা গুলি সহ বাকলিয়া থানার হত্যা মামলায় জড়িত ০১ (এক) আসামী গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগে কর্মরত এসআই(নিঃ)/ফজলে রাব্বী কায়সার, এসআই(নিঃ) নূরে আলম সিদ্দিক এর নেতৃত্বে টিম নং-০২ এর অফিসার ফোর্স সহ চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটিতে সিএমপির বাকলিয়া থানাধীন নতুনব্রিজ মোড় এলাকায় অবস্থান করাকালীন ২৭/০৭/২০২৫ইং তারিখ, ২১.১০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী বাকলিয়া থানার তক্তারপুল এলাকার খালপাড়া নামক জায়গায় অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই ফজলে রাব্বী কায়সার তার আভিযানিক টিমসহ বাকলিয়া থানাধীন তক্তারপুল সংলগ্ন খালপাড় এলাকায় পৌঁছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হইতে দুইজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে অভিযানিক টিম একজন আসামীকে আটক করতে সক্ষম হয়। অপর একজন আসামী দৌড়ে পালিয়ে যায়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম ১। মোঃ সুমন (১৯), পিতা-মোঃ জামাল, মাতা-জোনাকি বেগম, স্থায়ী সাং-করিমপুর, ছামেদ মিয়ার বাড়ি,০৯নং ওয়ার্ড, ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-তক্তারপুল, দৌলতখানের কলোনী, ০৩নং বাসা, ১৮নং দক্ষিণ বাকলিয়া সিটি কর্পোর ওয়ার্ড, খানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম এবং পলাতক আসামীর নাম মোঃ আসিফ(২৬) বলে জানায়।
উক্ত আসামীকে ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক জবাব না দিয়ে এলোমেলো ও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায়, সে ও পলাতক আসামী মোঃ আসিফ (২৬) যৌথভাবে গত ২৫/০৭/২০২৫ইং তারিখ বাকলিয়া থানাধীন আরাকান রোড সংলগ্ন ০৫নং ব্রীজের পশ্চিম পাশে মাদক ব্যবসার আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মহিউদ্দিন (৪৫) নামের একজনকে বিদেশী পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। পরে উক্ত ঘটনায় বাকলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং সেই মামলার কারণে পুলিশ তাদেরকে এরেস্ট করার জন্য খুঁজতে বলে জানায়। ডিবি টিমের নেতৃত্বদান কারী অফিসার এসআই/ফজলে রাব্বী কায়সার ধৃত আসামীর দেওয়া তথ্য যাচাই করার জন্য তাৎক্ষণিক বাকলিয়া থানায় যোগাযোগ করে ঘটনার সত্যতা পান এবং উক্ত খুনের ঘটনায় বর্ণিত গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩৬, তারিখ-২৬/০৭/২০২৫ইং, ধারা-৩০২ পেনাল কোড রুজু আছে মর্মে জানতে পারেন। গ্রেফতারকৃত আসামীকে ভিকটিম মহিউদ্দিন হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-গুলি বাকলিয়া থানাধীন ১৮নং দক্ষিণ বাকলিয়া তক্তারপুল সংলগ্ন খাল পাড়ের পূর্ব পাশে আবু সওদাগরের কলোনীর পিছনে খালের দেয়ালের সাথে ইটের স্তুপের নিচে লুকিয়ে রাখে। অভিযানিক টিম আসামীকে নিয়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে আসামীর দেখানো, সনাক্তমতে ক) ০১ (এক)টি পুরাতন কালচে রংয়ের সচল বিদেশী পিস্তল, যার ফায়ারিং পিন, ট্রিগার ও ম্যাগাজিন সংযুক্ত, লম্বা ০৮ ইঞ্চি, যার ব্যারেলের গায়ে ইংরেজিতে খোদাই করা NO-1711, যার বডির এক পাশে ইংরেজিতে খোদাই করা AUTO PISTAL এবং অপর পাশে ইংরেজিতে খোদাই করা MADE IN U.S.A লিখা আছে, যাতে ০৩ (তিন) রাউন্ড তাজা গুলিভর্তি একটি ম্যাগাজিন সংযুক্ত, যার প্রতিটি গুলির পারকিউশান ক্যাপের পিছনে ইংরেজিতে KF 7.65 লিখা উদ্ধার করেন। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।