
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ) মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ইং ৩০/০৭/২০২৫ খ্রিঃ তারিখে ২০:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন রাজারহাট চামড়ার বাজার সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইয়াসিন আরাফাত (২৭) কে গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন ধরে, পলাতক অবস্থায় ছিল। তার বিরুদ্ধে এক বছর ছয় মাসের সাজা ওয়ারেন্ট ছিল, যার সিআর নাম্বার ২০৫৩/২১।এছাড়াও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট আছে যার জিআর নাম্বার -২৮৩/২২। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ইয়াসিনের দেওয়া তথ্য মতে মুড়লির মোড় থেকে অপর একজন মাদক ব্যবসায়ী মেহেদী ইসলাম শাওন (২৩) কে গ্রেপ্তার করে। তার নামে মাদক মামলায় দুই বছরের সাজা ওয়ারেন্ট মুলতবি আছে যার জিআর নাম্বার-১৩১৯/১৭।
গ্রেফতার কৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরদের নাম ঠিকানাঃ
১। নামঃ-মো ইয়াসিন আরাফাত (২৭)
পিতাঃ- মৃত গহর আলী
পিতাঃ- মৃত কালু মোল্লা
সাংঃ- মুরলী, খাঁ পাড়া
থানাঃ- কোতোয়ালী
জেলাঃ- যশোর।
২। মো:মেহেদী হাসান শাওন (২৩)
পিতাঃ- আব্দুস সালাম মীর
সাংঃ- মুরলী, খাঁ পাড়া
থানাঃ- কোতোয়ালী
জেলাঃ- যশোর।