
আজ ১ আগস্ট ২০২৫ সকাল ১০ ঘটিকায় পুলিশ ট্রেইনিং সেন্টার, খুলনার মাল্টিপারপাস হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি এঁর সহিত খুলনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সচিব মহোদয় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে জনবান্ধব পুলিশং কর্মকাণ্ড পরিচালনার জন্য পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, পিটিসি,খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব আবদুল কু্দ্দুছ চৌধুরী, পিপিএম-সহ খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা রেঞ্জ পুলিশ এবং খুলনা বিভাগীয় সকল পুলিশ ইউনিটের ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাবৃন্দ।