
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ শাজাহান খন্দকার এবং সঞ্চালনা করেন মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যগণ মোঃ মুক্তার হোসেন, মোঃ সৈয়দ হোসেন, মোঃ জামাল হোসেন ও শাহেদ আলী প্রমুখ। এছাড়াও ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিএনপির মূল দল, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান দল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
নবনির্মিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতারা অভিজ্ঞ ও ত্যাগী, যারা দলের উন্নয়ন ও এলাকার কল্যাণে অক্লান্ত পরিশ্রম করবেন। তাঁদের নেতৃত্বে ৯নং ওয়ার্ডে দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
বক্তারা বলেন,
“আমরা বিশেষ গুরুত্ব দিব ত্যাগী ও নির্যাতিত কর্মীদের প্রতি। তাদের পরিশ্রম ও সংগ্রাম আমাদের সংগঠনের শক্তির মূল ভিত্তি।”
কমিটির অনুমোদনের মাধ্যমে ৯নং ওয়ার্ডের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং স্থানীয় বিএনপির কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চারিত হবে।
কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ:
মোঃ আব্দুল মতিন (সভাপতি)
আবু হানিফা (সিনিয়র সহ-সভাপতি)
ফুল চান মিয়া (সাধারণ সম্পাদক)
বারেক মিয়া (সহ-সাধারণ সম্পাদক)
মোঃ শফিকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক)